- Advertisement -
- Advertisement -
সুয়েজ করিম
উদাসী মন
উদাসী মন উড়ুউড়ু
শূন্যে উড়তে চায়,
নীল আকাশে ডানা মেলে
দূরের সীমানায়।
চাঁদ ছুঁতে চায় মেঘের ভেলায়
বেয়ে আকাশ পথ,
এক পলকে দেখতে চায় মন
ধূসর এই জগৎ।
উতল হাওয়া লেপটে গায়ে
শীতল করে মন,
চাঁদে বসে তারার সাথে
কইব যে কথন।
মাটির ধরায় পা দিবো না
শূন্যে বাধব ঘর,
উপর থেকে পরখ করবো
ধু-ধু বালুর চর।
হাওয়ার তালে সুর মিলিয়ে
উদাস মনের গান,
গ্রহ তারা ঢাক বাজাবে
সজীব হবে প্রাণ।
অন্যধারা/১ জুলাই-২০২০/জেডএন
- Advertisement -