এই তেঁতুলগাছ । আসলাম প্রধান

এই তেঁতুলগাছ
আসলাম প্রধান

 

এটি শুধু একটি অবলা বৃক্ষই নয়
আমার শৈশব কৈশোরের বন্ধুও
গাছটির বয়স আনুমানিক দেড়শ বছর
কালপানি গ্রামের বয়োজ্যেষ্ঠ বৃক্ষ এটি

তেলিয়ান বিলের সাহসী পাহারাদার
চাষি-জেলেদের বিশ্রামাগার
এর ডালপালায় এখনও
আমার হাত-পায়ের স্পর্শ লেগে আছে

ওকে জিজ্ঞেস করে দ্যাখো
ওর ছায়ায় কত দুপুর,
কত বিকেল কতভাবে কাটিয়েছি
গর্তগর্ত, চেঙিপেন্টি খেলা

পুশনা খাওয়ার আয়োজন- আরো কত কি
সে অনেক বছর আগের কথা
যখন আমি রাখাল বালক গরু চড়াতাম
প্রখর রোদে ধান-পাট ক্ষেত নিড়াতাম

ক্লান্ত দেহখানা জুড়িয়ে দেবার মতো
খাঁ-খাঁ মাঠে যখন কেউ ছিল না,
তখনও মমতাময়ী মায়ের স্নেহে ঘাম শুকিয়ে দিতো
এখানকার মাটি চেখে দ্যাখো,
এখানো পাবে আমার পিঠঘামা লবণের স্বাদ
ও আমাকে ভোলেনি
আমিও ভুলিনি ওকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here