এই সেই আমি
মীর ইয়াসির উদ্দিন ইয়াসিন
দেখো দেখো কেমন ছিলাম
বলছে কথা ছবি,
এখন আমি বুড়ো হয়ে
হতে যাচ্ছি কবি।
তখন সবাই বলতো হিরো
দেখতো আবার স্বপ্ন,
এখন সবাই আসে শুধু
চুরি করতে রত্ন।
অতীত স্মৃতির রূপ উপমায়
ছিলাম কতো সেরা,
প্রেম বাগানের রূপক মেলায়
ছিলাম প্রেমে ঘেরা।
যতই বুড়ো হচ্ছি আমি
ভয় এসে যায় মনে,
বৃদ্ধাশ্রমে পাঠায় যদি
আপন জনে জনে।
দিন কালের যা হাল হয়েছে
বিশ্বাস করবো কাকে,
বুড়ো হলে সবার কাছে
বোঝা হয়ে থাকে।
এই তো জীবন ফুল ঝরে যায়
সময় যখন আসে,
কেও কারো নয় শুধু আপন
খোদা তোমার পাশে।