- Advertisement -
- Advertisement -
একটি বই এর গল্প
কাজী দিলরুবা রহমান
অনেক যত্নে বইটি রেখেছি তুলে
বই’এ ঠাসা বুক সেলফে
কোথায় বইটি খুঁজি!
কোন দিন শুধু এভাবে
ভেবেছি নিব পড়ে কোন অলস দুপুরে
কিম্বা চাঁদনি রাতে
দিনের ভাঁজে বই এর পাতায়
ধুলার মাতামাতি।
তবুও খুঁজে যদি পাই
দেখি বইটি ধুলায় মাখামাখি
পড়েছি আগে বহুবার
কিছু আছে মনে
কিছু ভেসে গেছে
কালের জলস্রোতে।
সময় ডেকে বলে স্মৃতির পাতায়
লেখা আছে যা সেটুকুই থাক বাকি।
- Advertisement -