- Advertisement -
- Advertisement -
একটি মুখ
ক্যামেলিয়া আহমেদ
ঐ মুখ মনে হতেই ইন্দ্রিয়গুলো নড়ে চড়ে ওঠে
আমার হৃদয়ে ব্যথা জাগে
যেন আমি সেবন করেছি অসহ্য কোন নীল পানি
যা মূহুর্তে কেড়ে নেয় জীবন !
এমনতো নয় যে আমি খুব দুঃখে আছি
এমনও নয় যে আমি ঈর্ষাকাতর
তাহলে এই ব্যাথার উৎস কোথায়? আমি খুঁজতে থাকি
আমার পায়ের কাছে ফুটে থাকা অজস্র ফুল
আমি স্বপ্নের মতো দলিয়ে যাই, অথচ
আমার আধোপ্রেম সুবাসিত অন্ধকারে প্রার্থনা সংগীত গায়
আমি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ি
কখনো কখনো স্তব্ধ নদীর মতো, আমি একা হয়ে যাই
আমার বুকে মিশে যায় ব্যাথার করুন সংগীত
ঐ মুখ মনে হলেই আমার হৃদয়ে ঝড় উঠে
আমি অত্যন্ত নিঃশব্দে আবার মিলিয়ে যাই!!
- Advertisement -