একটি যুবক
রাজু আহম্মেদ প্রান্ত
জানি তুমি আজ অন্য কারো ঘরে
স্পর্শের কাতরে অনুভূতির দেশে,
আমি আজ জলন্ত সিগারেট আঙ্গুলের ভাজে রেখে
গভির রাতে চলন্ত রাস্তায় ভেবে চলেছি আনমনে।
কতটুকু অনুভূতি পাচ্ছো তুমি ??
সেই অনুভূতি কি আমার অনুপস্থিতি বুঝতে দেয়না?
সেই অনুভূতি কি মুছে দিয়েছে আমাকে দেওয়া সকল প্রতিজ্ঞা ?
মুখের ভিতর থেকে সিগারেটের ধুয়া বের করি, আর ভাবি!!
কতটা আপন ছিলে, আর কতটুকু দূরে গেলে!!!
তোমার হাতে সোনালি রঙের বালা ,পড়নে দামি শাড়ি
সে এক নতুন রূপ,
ভেবোনা আমার চোখের জল তোমাকে ভাসাবে!!
চলে যাচ্ছি অন্ধকার পথের শেষটুকু খুঁজে নিতে।
ভাল থেকো, সুখে থেকো……..!
যদি কোনদিন দেখা হয়,
আরেকটি বার আমার চোখে খুজে দেখো,
সেদিনও তোমাকেই পাবে।