একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যদিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব থেকে বিদায় নেবে -ধর্ম উপদেষ্টা

খান মোঃ আতিকুর রহমানঃ


ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যত দ্রুত সম্ভব আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নসহ দেশের সর্বাবস্থায় স্বাভাবিক পরিস্থিতি আনার পর একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যদিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব থেকে বিদায় নেবে। যারাই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হবে তাদের হাতে দায়িত্ব দিয়ে বিদায় নেওয়াই এ সরকারের কাজ।

তিনি শনিবার সন্ধ্যায় খুলনার শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে শিরোমণি হাফিজিয়া মাদ্রাসার ৬৫তম ওয়াজ মাহফিল এবং দেস্তারবন্দ অনুষ্ঠানের দ্বিতীয় দিনের প্রধান মেহমানের বক্তৃতায় একথা বলেন।
হজের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, এবার এক লাখ টাকারও বেশি হজের খরচ কমিয়েছে সরকার। এছাড়া হজযাত্রীদের সরাসরি ফ্লাইটসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জাহাজেও যাতে হজে যাওয়ার সুযোগ সৃষ্টি হয় সে চেষ্টাও করছে বর্তমান সরকার।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, অর্থ বুঝে পবিত্র কোরআন পড়ে দৈনন্দিন জীবনে তা কাজে লাগাতে হবে। আল্লাহর দেওয়া নির্দেশনা ঠিকমতো পালন করতে পারলে দেশের সমাজব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি। মাতৃভাষা না হলেও বিশ্বে আরবি প্রতিযোগিতায় দেশের শিশুদের অর্জন অত্যন্ত গৌরবের। এসময় দ্বীন প্রচারে শিশুরা যেন অবদান রাখতে পারে সেজন্য তাদের যথার্থ শিক্ষাব্যবস্থার প্রতিও জোর দেন তিনি। কোরআন বুঝে পড়তে হবে, তাহলেই এর ফজিলত সর্ম্পকে জানা যাবে। প্রতিটি সূরা এবং আয়াতে আল্লাহ আমাদের কি বলতে চেয়েছেন, তা বোঝা যাবে।

এসময় উপদেষ্টা শিরোমণি হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

সাবেক এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের সভাপতি মাওলানা ক্বারী আব্দুল হক ও খুলনার দারুল কুরআন সিদ্দিকিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মনিরুজ্জামান।


অন্যধারাঃ ১০-১১-২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here