একদিন চুপচাপ চলে যাবে সবি । শাওন আসগর

- Advertisement -
- Advertisement -

একদিন চুপচাপ চলে যাবে সবি
শাওন আসগর

শিউলি ফুলের মতো বারান্দায় ঝরে পড়ে বৃষ্টির জল
আকাশ থেকে মিহি সুতোর মতো ইলশে গুড়ি
জল আসে জল
আসে চোখের কার্ণিশ থেকে ।

রাতের প্রতিক্ষা যায়
শেষ প্রহরে আসে কান্নার সুর
সুর এসে বারান্দার গ্রীলে হোঁচট খায়
বসে আমার বুকের মধ্যিখানে
আমি গ্রীষ্ম তাপেও ঘেমে উঠি।

চারপাশে ধ্যান মগ্নতা
হা হা এই উষ্ণ মৃত্তিকা আমার
ক্রমেই নি:সঙ্গতার নীরব মিছিল যায় কাঁচা সড়ক ঘেষে
যায় এই চোখের বারান্দা কেটে।

আর তুমিহীন মধ্যরাতের অমাপ্ত গল্প ঝুলে থাকে পানির ট্যাপে
ঝুলে থাকে ডাইনিং টেবিলের মাঝখানে কষ্টের কিছু এপিটাফ।

তোমাকে মনে করছি. .
আশ্চর্য নক্ষত্র আলো কখন যে ম্লান হলো জানিনা কিছুই
সকালের শুভ্র আলো কখন যে পথ পেরিয়ে চলে গেলো
কখন কলিংবেল টিপে গেলো প্রভাতের হকার
গেলো সময়ের ট্রেন এই বারান্দার কান চিড়ে
কই, কেউ কিছু বলেনিতো কারো প্রস্থানের কথা
বলেনি আমার নির্ঘুম আর হ্যালোসিসেনের ভয়ানক পর্বের কোনো গল্প।
এমনি হয় । একদিন চুপচাপ চলে যাবে সবি

- Advertisement -

আরো পড়ুুর