একান্ত মনস্তাপ । শাওন আসগর

একান্ত মনস্তাপ 
শাওন আসগর

 

মাঝে মাঝে ঘৃণা আর আক্রোশে ঝিম মেরে থাকি
ভেতরে আর্তনাদের ফণা উদ্যত হয়
এ কষ্ট কেউ বুঝে না
কারো অনুকম্পার ভেতরও পড়েনা এই দহনের ভার।

আমি কী তবে কিছুই নই
এই পৃথিবী নক্ষত্র তারাপুঞ্জ আমার নয়
নদীর শীতল হাওয়া বসন্ত বাতাস
জীবনের উল্লাস উৎসবে নেই কোনো অধিকার?

বিদগ্ধ অন্তর আমার পুড়ে পুড়ে খাক হয়
আমি কী সামান্যতম মানুষের মতোও নই
নাকি ভিন্ন রকম ভিন্ন গ্রহবাসী কোনো যে,
যৎসামান্য ভুলেই ভোগ করি ক্ষমাহীন গুরুদন্ড তার।

কেনো আমি বারবার বিরুদ্ধ ভাবনার মুখোমুখি হই
সূর্যের তাপে আমাকে পুড়তে হয় অবিরত
রাত্রির গাঢ় অন্ধকার আমায় লাঞ্চিত করে হেলাফেলায়
তার মতোই।

মাঝে মাঝে রির্জন রাতের পথ
আমাকে নিয়ে চলে অন্যপথে
নিশীথের চোরাপথে মৃত্যুর মতো মিশে যাই
আর কতো দিন কতো দিন নির্মম অত্যাচার সয়ে
শুয়ে থাকি তীব্র শীতের পথচারীর মতো ঠিকানাবিহীন।

আমার কোনো শরৎ হেমন্ত নেই
কোন উষ্ণতা নেই আহ্লাদ নেই,
নেই বাসনার নীল আসমান
একান্ত মনস্তাপে পুড়ে পুড়ে
এভাবেই হউক তবে শেষ আয়োজন-গল্পবলা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here