এক টুকরো আহবান । রোদেলা নীলা

- Advertisement -
- Advertisement -

এক টুকরো আহবান 
রোদেলা নীলা

 

অশুদ্ধতার ভরা স্রোতে প্লাবন
ছড়িয়ে তুমি চলে যাও
তোমরা বিগত হতে থাকো ,
এই তুমি আমি মার্কা মিথ্যে প্রহোসন একদিন থামবে জানি ।

তবু একদিন
খুব বেশি ঝড় হতে ইচ্ছে করে আবার
প্রলয়ঙ্করী প্রেতাত্মার মতো মোটকে দিতে ইচ্ছে করে কুকুরের হাড় গোড়।
ওরাও কি মানুষ ?

দু’চোখ বেয়ে কেবল লালসার লালা খেলা করে
বার্ধক্যের মলাট পড়ানো যৌবনে
হাসি পায়, ভীষন হাসি পায়
পাট করা সিঁথিতে সাদা চুলের উঁকি ঝুঁকি খেলা।

হয়তো সময় মেনে নিয়েছে আধুনিকতার ডাক
কিন্তু তারপরো কিছু কথা থেকে যায়
থেকে যায় নৈতিকতার সত্য আহংকার যার গলায় মালা পরালে কেবল নিজে নয় ,
চারপাশটাও বড্ড বেশি আলোময় হয়ে ওঠে।

এই সোনা রোদ ছড়ানো মুক্ত উঠোনে একবার পা ফেলে দেখো-
একটি বার চোখ মেলে তাকাও দিগন্তের পাড় ঘেঁষা নীলান্তে
ওখানে ভালোবাসারা সারাদিন লুটোপুটি খায়,
বিশ্বাসে মেঘকে করে আলিঙ্গন ।

তুমি বা তোমরা,
তা যেই হউ না কেন
ক্ষমতার শক্ত শৃংখল থেকে বেরিয়ে একবার সবুজ ঘাসে পা ছুঁয়ে দেখো
কি অপরুপ স্নিগ্ধতার ডালা সাজিয়ে রেখেছেন বিধাতা।

ঠান্ডা বাক্সের হীম ঘরে আর আটকে রেখোনা নিজেকে ,
গাদা গাদা ফাইলের মাঝে মুখ ডুবিয়ে খুঁজতে চেও না চেনা নোটের হাসি
শেষবারের মতোন শুধু একবার হায়েনার মুখোশটা খুলে ফেলে দেখো
তোমাদের কপোল জুড়ে নেমে আসবে অবাক মুগ্ধতা ।

- Advertisement -

আরো পড়ুুর