এক মস্ত চিত্রকর । হাজেরা বেগম

এক মস্ত চিত্রকর
হাজেরা বেগম

 

প্রাণের ঠাকুর রবি ঠাকুর তোমার নামে
বিশ্ব জুড়ে নামাবলী জপে বাংলার ঘরে ঘরে
তুমি শুধুই বাংলার কবি নও
যুবা বৃদ্ধ আবাল বনিতার আরাধ্য হও ।

প্রেমের কাব্যের তুমি এক বিশ্ব প্রেমিক
তুমি এক মহান উদার সাহিত্যিক
তোমার আলোর ছটায় আজও
আলোকিত করে পুলকিত হয় হৃদয় ।

এই পৃথিবীতে তুমি হয়েছো চির ভাষ্কর
রেখেছো এক মহীয়ান মানবতার স্বাক্ষর
তোমার রচনা আজও ঘরে ঘরে
সন্ধ্যার প্রদীপ জ্বালে মঙ্গলের সুরে সুরে ।

তুমি আছো সমস্ত হৃদয় জুড়ে
এই ধরনীর সকল মানব আত্মার তরে
তোমার তূলনা তুমিই রবি ঠাকুর
এই বিশ্বের তুমি এক মস্ত চিত্রকর ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here