এক মস্ত চিত্রকর । হাজেরা বেগম

- Advertisement -
- Advertisement -

এক মস্ত চিত্রকর
হাজেরা বেগম

 

প্রাণের ঠাকুর রবি ঠাকুর তোমার নামে
বিশ্ব জুড়ে নামাবলী জপে বাংলার ঘরে ঘরে
তুমি শুধুই বাংলার কবি নও
যুবা বৃদ্ধ আবাল বনিতার আরাধ্য হও ।

প্রেমের কাব্যের তুমি এক বিশ্ব প্রেমিক
তুমি এক মহান উদার সাহিত্যিক
তোমার আলোর ছটায় আজও
আলোকিত করে পুলকিত হয় হৃদয় ।

এই পৃথিবীতে তুমি হয়েছো চির ভাষ্কর
রেখেছো এক মহীয়ান মানবতার স্বাক্ষর
তোমার রচনা আজও ঘরে ঘরে
সন্ধ্যার প্রদীপ জ্বালে মঙ্গলের সুরে সুরে ।

তুমি আছো সমস্ত হৃদয় জুড়ে
এই ধরনীর সকল মানব আত্মার তরে
তোমার তূলনা তুমিই রবি ঠাকুর
এই বিশ্বের তুমি এক মস্ত চিত্রকর ।

- Advertisement -

আরো পড়ুুর