এটা অন্য কিছু নাকি তিন মাথাযুক্ত সাপ?

সম্প্রতি টুইটারে একটি ছবি নিয়ে এখন সরগরম নেটমাধ্যম। যেখানে দেখা যাচ্ছে তিন মাথাওয়ালা একটি ‘সাপ’ গাছের ডালের মধ্যে বসে আছে। এমনিতেই সাপ দেখে অনেকে আঁতকে ওঠেন। তা-ও আবার তিন মাথাওয়ালা সাপ!

Image

রব এন রোল’ নামে একটি  টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ছবিটি।  এই ছবিতে যে একটা চমক আছে সেটা প্রথম দেখার পরই কেউ ধরতেই পারেননি।

Image

ছবিটি দেখে অধিকাংশ জনই ভাববে এটা একটি সাপ। অথচ এটা কোন সাপ নয়। ছবিতে দেখা যাওয়া ‘তিন মাথাওয়ালা সাপ’ আদতে একটি প্রজাপতি। নাম ‘অ্যাটাকাস অ্যাটলাস’। বিশ্বের বৃহত্তম প্রজাপতি এটি। এদের আয়ু মাত্র দু’সপ্তাহ। এরা ডিম পাড়া এবং ডিমগুলিকে শিকারির হাত থেকে রক্ষা করার জন্য সাপের মতো ছদ্মরূপ ধারণ করে। (আনন্দবাজার পত্রিকা)

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here