এবার মা-বাবার পছন্দে বিয়ে করতে চান নোবেল

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক: গত ১১ সেপ্টেম্বর আলোচিত-সমালোচিত গায়ক মাইনুল আহসান নোবেলের বাসায় ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্ত্রী মেহরুবা সালসাবিল। খবরটি তারা দু’জনেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।নির্ধারিত সময় পার হলে বিচ্ছেদ কার্যকর হয়ে যাবে।

প্রেম করেই সালসাবিলের সঙ্গে ঘর বেঁধেছিলেন নোবেল । কিন্তু টিকলো তাদের প্রেম। ভাঙল সংসার। তাই এবার বাবা-মায়ের পছন্দে বিয়ে করতে চান তিনি। গণমাধ্যমে কাছে তিনি বললেন, ‘এবার আমি বিয়ে করব বাবা-মায়ের পছন্দে। আমি ২৫ বছরের একটা ছেলে। আরেকটা বিয়ে করে ফেলব। আমার বহু জায়গা থেকে প্রস্তাব আছে।’

শুধু তাই নয়, গণমাধ্যমকে ব্যতিক্রম একটি তথ্যও জানিয়েছেন তিনি। ডিভোর্স নিয়ে তিনি গানও করছেন। এরই মধ্যে লেখা ও কম্পোজ শেষ করে ফেলেছেন। শিগগিরই রেকর্ডিং সেশন শেষে গানটি প্রকাশ করবেন বলে জানান তিনি।

সাপ্তাহিক অন্যধারা // আতারা

 

- Advertisement -

আরো পড়ুুর