প্রতিনিধি,মানিকগঞ্জ: মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বিসিবির পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানিকগঞ্জের শিবালয়ের মহাদেবপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ রাজিব হোসেন। বুধবার (২৪ জুন) সকালে তিনি এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে সাপ্তাহিক অন্যধারা পত্রিকাকে বলেন, গত ২২ ও ২৩ জুন দৈনিক কালের কন্ঠ ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় এমপি নাঈমুর রহমান দুর্জয় এবং তার পরিবারকে জড়িয়ে যে বিভ্রান্তিকর মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে আমি ও আমার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মহাদেবপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার পক্ষথেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । এসময় রাজিব হোসেন বলেন, এএম নাঈমুর রহমান দুর্জয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অবিচল থেকে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দিন-রাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, দলের বিভিন্ন পর্যায়ের ত্যাগী নেতা-কর্মীকে সাথে নিয়ে জনগনের পাশে দাঁড়িয়েছেন। করোনা সংকটকালেও তিনি তাঁর নির্বাচনী এলাকায় মানুষের কল্যাণে কাজ করছেন। যা বিভিন্ন সময়ে গনমাধ্যমে প্রচারিত ও প্রশংসিত হয়েছে। তাঁর অক্লান্ত পরিশ্রমের ফলে মানিকগঞ্জ-১ আসনে এখন নৌকার জোয়ার বইছে। কিন্তু বিএনপি-জামাতপন্থী ব্যাক্তিরা মাঝে মাঝেই অরাজকতা ও বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা চালায়।তারই ধরাবাহিকতায় নাঈমুর রহমান দুর্জয়কে জড়িয়ে এ মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে । আমি ও আমার সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ মহাদেবপুর কলেজ শাখার সকল নেতাকর্মীরা এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
অন্যধারা /২৪ জুন ‘২০/এসএএইচ