ঐ তো দেশের শয়তান । মীর ইয়াসির উদ্দিন ইয়াসিন

ঐ তো দেশের শয়তান
মীর ইয়াসির উদ্দিন ইয়াসিন

ঐ দেখা যায় ইবলিশ শয়তান
আমার দেশের গাছে,
তুমি যখন পাষাণ হবে
তাকে পাবে কাছে।
দিলের শয়তান ইবলিশ জানি
লোভের শয়তার মানুষ,
দেশ ক্ষমতা যাহার হাতে
সে তো দালাল ফানুস।
সত্যবাদী মানুষ মেরে
থাকবে ওরা বেশ,
আগুন নিয়ে উড়াল দিবে
তিমির করে দেশ।
জ্ঞান পাপীরা বুঝবে তখন
যুদ্ধ হবে যখন,
শয়তান কারো হয় না আপন
বুজবে মজা এখন।
ভাবছো তুমি সব পেয়েছো
আর না কিছু চাই,
সময় আবার বলবে কথা
আরতো সময় নাই।

আমার দেশে শয়তান আছে
রাজনীতিতে দেখো,
সব শয়তানে বলছে চুপি
মানুষ হত্যা শেখো।
দেশের নেতা স্বার্থের জন্য
ভাগ করেছে সব,
তোমার বিবেক খেয়ে বলে
আমি এখন রব।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here