কক্সবাজার মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

- Advertisement -
- Advertisement -

আবু সায়েম, কক্সবাজার: কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ২৫০০ পিস ইয়াবাসহ ২জনকে আটক করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে এস এ পরিবহনের মাধ্যমে ইয়াবা পাচারের সময় কক্সবজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দীন খন্দকারের নির্দেশে চৌকস পুলিশ কর্মকর্তা এসআই আনছারুল হক সুজনের সহায়তায় সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ২৫০০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে।

আটককৃত ইয়াবা ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত ইয়াবা পাচারের সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। আটককৃত ইয়াবা ব্যবসায়ীদের বাড়ী ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল ঘোনার পাড়ার মুজিবুল হকের ছেলে মোহাঃ শাহ আলম( ২৫) এব্ং পিএমখালী ইউনিয়নের তুতকখালি গ্রামের মৃত জালাল আহমদের ছেলে মেজবাহ উদ্দীন প্রঃ সিফাত(২৩)।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার এসআই আনছারুল হক সুজন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস এ পরিবহনের সামনে পাচারের সময় হাত ব্যাগে বিশেষ কায়দায় বার্মিজ আচারের সাথে লুকানো অবস্থায় হাতে নাতে ২৫০০ পিস ইয়াবাসহ ২জনকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন, আটককৃত ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

- Advertisement -

আরো পড়ুুর