কখনো ডেকেছিলো । শাওন আসগর

- Advertisement -
- Advertisement -

কখনো ডেকেছিলো
শাওন আসগর

ডেকেছিলো ভোরের আকাশ শিশিরের ঘাস শেফালী বকুল
সবুজ জমি বিল নদী সমুদ্রের ঢেউ
পাখি মাঠ পর্বতচূড়া পথের ধূলো ঝড় বাদলের শব্দ
নক্ষত্র চাঁদ, চৈত্রের দাহ, একটি দ্রোহের শ্লোগান-মিছিল
স্থির প্রাণে অপেক্ষায় থাকে মানুষ ডাকের অপেক্ষায়।

একদিন। হয়তো কোন একদিন
বসন্তের সন্ধ্যায় শুনেছিলো কারো সুমিষ্ট কণ্ঠের লাবণ্য জড়ানো ডাক
স্পষ্ট গেঁথে থাকে তা শিরায় উপ-শিরায়।

শরীরের মলিন ভাঁজে আত্বগোপন করে আছে জৌলুশ
বিত্ত খ্যাতির ব্যাল্যান্সসীট এখন ফাঁকা
শূন্য থেকে শূন্যতর হয়ে গেছে অন্ধকার গুহায়
এখন কেবলি ডাকে ধূসর মাটি।
ঘাসহীন অজল জীবন।

- Advertisement -

আরো পড়ুুর