কবি ও কবিতার দেশে । মুস্তফা হাবীব

কবি ও কবিতার দেশে 
মুস্তফা হাবীব

কেউ কি ভেবেছো!
স্বৈরবৃক্ষের নির্লজ্জ ছোবলে তছনছ হবে
কোটি কোটি মানুষের স্বপ্নের সবুজ উদ্যান
বিরস নয়নে এই বাংলায় দেখতে হবে
শাপলা ফোটা ঝিলের জলে শকুনের ছল।

আজ কতিপয় সশস্ত্র বেহায়ার নগ্ন নৃত্য দেখে
সূর্য অবনত, আড়ালে লুকায় সলাজ চন্দ্রিমা।

মানুষের আকাক্সক্ষা ও স্বাধীনতা বুঝি এই
নির্বাক চিত্তে দেখতে হবে
শাহজালাল শাহ পরানের দেশে, শেরেবাংলা
বঙ্গবন্ধুর দেশে, মুস্তফা হাবীব জীবনানন্দের
কবিতার দেশে এবং নদী বিধৌত
সোনার বাংলায় ইবলিশের দাপট।

কোথায় আছো তুমি, হে মহান
তোমার করুণা বিহনে আমরা সবাই নতজানু
আমার কবিতার পয়ারগুলো আজ বর্ণবিহীন
কষ্টের নোনাজলে, অদৃশ্য কারাগারে স্বপ্নবন্দী।

তবু বুকে আশা বেঁধে রাখি একদিন সকাল হবে
কবি, কবিতার দেশে ফুল ফুটবে, ফুল ফুটবেই ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here