গন্তব্যহীন হয়ে যাওয়া
ভোর হবার আগেই ফিরে এসো গতরাতের স্বপ্নেরা
দরজা খোলা আছে শতভাগ
রুপালী জোৎস্নাও যে এসেছিলো
এইপথে শেষ রাতে
ও’ বয়ে যাওয়া সময় !
তুমি একচোখা দৈত্যের মতো
শুধু একদিকেই চেয়ে থাকো
জিজ্ঞাসিবে না কক্ষনো
কেন আর কিভাবে এখানে এলাম ?
অনেকটা পথ হেঁটে পৌঁছেছি
সত্যকে জেনেছি ভালবাসায়
যে কিনা কথা বলতে পারেনা
শুধুই ভাবায়
মনে মন মুড়ে রাখে
শেখায়
মোড়কে বাঁধা দুজনাকে
বোঝায়
একে একে হয় – দুই
আর হওয়ায়
দুই ই হলো – এক গন্তব্যহীন হয়ে যাওয়া ….