কবি হাসিদা মুন এর একটি কবিতা

গন্তব্যহীন হয়ে যাওয়া

ভোর হবার আগেই ফিরে এসো গতরাতের স্বপ্নেরা
দরজা খোলা আছে শতভাগ
রুপালী জোৎস্নাও যে এসেছিলো
এইপথে শেষ রাতে
ও’ বয়ে যাওয়া সময় !
তুমি একচোখা দৈত্যের মতো
শুধু একদিকেই চেয়ে থাকো
জিজ্ঞাসিবে না কক্ষনো
কেন আর কিভাবে এখানে এলাম ?
অনেকটা পথ হেঁটে পৌঁছেছি
সত্যকে জেনেছি ভালবাসায়
যে কিনা কথা বলতে পারেনা
শুধুই ভাবায়
মনে মন মুড়ে রাখে
শেখায়
মোড়কে বাঁধা দুজনাকে
বোঝায়
একে একে হয় – দুই
আর হওয়ায়
দুই ই হলো – এক গন্তব্যহীন হয়ে যাওয়া ….

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here