কষ্টের বাজার । কল্যাণ চক্রবর্তী

কষ্টের বাজার 
কল্যাণ চক্রবর্তী

কষ্টের দামে কষ্ট কিনি
কষ্ট করতে দূর
কষ্ট মাথায় টোপর দিয়ে
চলছে বহুদূর।

তোমার কষ্ট আমার কষ্ট
মিলিয়ে বসাই হাট
কষ্ট এখন বিকায় নাগো
মানছি কষ্টের ঘাট।

অনেক কষ্ট মোষের মতো
চলতে চায়রে একা
এই কষ্টের পথটি দেখছি
হচ্ছে শুধু বাঁকা।

কষ্ট ছাড়া কেষ্ট নাই
বলেন সুধীজন
বাজার থেকে কষ্ট কিনি
করছিনা সাধন।

তাইতো বাড়ে কষ্ট অতি
জীবন কষ্টে জ্বলছে
আমরা সবাই কষ্ট নিয়ে
যাচ্ছি নিত্য ঝলসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here