কাব্যের বেসাতি । গোলাম রব্বানী টুপুল

- Advertisement -
- Advertisement -

কাব্যের বেসাতি
গোলাম রব্বানী টুপুল

এসো কবিতার বাগানে ছিঁড়ে আনি দুটো শব্দের ফুল
এসো ধ্যানী এসো ভাবুক এসো কাব্য-চরাচরে
এখানে নোঙর গেড়েছে ছন্দের জলযান
দূর দারুচিনির দেশ ঘুরে ঘুরে এনেছে অলঙ্কার
এসো কবি এসো বেসাতি বসেছে আজ কল্পলোকে।

ছন-ছাটা মাঠে রুদ্রমূর্তিতে জ্বলে দ্রোহের অনল
সোনালী রোদেরা গিলে খায় বিন্দু শিশির
এখানেই কবিতার বাগান গড়েছেন স্বর্গরাজ
এসো কবি এসো দ্রোহের বিছানায়
এসো স্নেহনীড়ে,
স্বপ্নীল কারুকাজ দেখে আঁকো কাব্যকলা।

এখানে আশার বৃক্ষরাজি, ফুটেছে প্রেমপুষ্প
মাটির কিনারে শান্ত বাতাস, এসো কবি এসো
এই কাব্যরথে বোধের প্রদীপ হাতে এই চরাচরে।

- Advertisement -

আরো পড়ুুর