কারো নয় আমি
কনক কুমার প্রামানিক
ক্ষোভগুলো গুমরে মরে
দূরের ঐ আকাশে,
ঝড়ের বেগে উড়ে বেড়ায়
পাগলা বাতাসে।
মনে কেউ রাখেনা আমায়
আগের মত করে,
অবহেলা অযত্ন জোটে
বহু বছর ধরে।
ইচ্ছেগুলো শুকিয়ে গেছে
মরা নদীর মত,
কষ্টগুলো বুকের মাঝে
জ্বলে অবিরত।
মাঝে মাঝে ভাবনাগুলো
আমায় এসে কয়,
স্বার্থপর ধরার বুকে
আমার কেউ নয়।
কনক কুমার প্রামানিক
সহকারি শিক্ষক
নওগাঁ সদর, নওগাঁ।
অন্যধারা//এমকেএ