কালক্ষেপণ
ফারহানা হোসেন
কবিতাটা ডাস্টবিন থেকে কুড়িয়ে নিলাম
গতকাল ফেলে দিয়েছিলাম
নাহ আর লিখবো না ভেবেই
সারারাত ঘুমাতে দিলো না কবিতার মোচড়ানো পাতা
ভাবলাম…
অপূর্ণ থাকা জংলা হৃদয়
তাতে বীভৎস কিছু আচড়
জমানো আবেগ
কুৎসিত দাগ
খুব পচানো পাটের গাট
দুর্গন্ধ ছড়াচ্ছে বড়ো।
সেখানেই উড়ছে পৃথিবীর তাবৎ প্রজাপতি
পূর্ণিমা রাত
কোল ভাঙা চাঁদ
কার নিষ্কলুষ আবেদন
ভুল ভুল পাঁচ আঙুল
নেশা নেশা ক্ষণ।
চিৎকার করে নিঃশব্দ হয়ে যাওয়া যুগল ভ্রু দেখো
সমর্পিত জীবনের গান বোঝো
ধ্বংস কারো কাম্য নয়
দোমড়ানো কাগজে সেসব পঙ্ক্তি
ফের উঠিয়ে ভাঁজ ঠিক করে হাত
এই হাতেই রচনা করবো কতো কাব্যরাত।
ভেবো না আকাশ চাদরে তোমার লিখতে থাকবো
আবর্জনা ভেবেই তাকে আড়াল করে রাখবো।