কাশবনের কাব্য
অর্ণব আশিক
থোকাথোকা মেঘ আকাশের গায়ে
কাশফুল নাচে কাশবনে
বুকের মধ্যে আগুন জ্বলে
তুমি নেই কাছে।
পেজতুলো মেঘ ভাসছে আকাশে
কাশফুল দোলে কবিতার মতো
দপ দপ জ্বলে বুকের গহীন
তুমি শুধু আমার এমন যদি হতো।
আশ্বিনের শরীরে হোমাগ্নি
শরৎ কাব্য পুড়ে পুড়ে ছাই
আকাশে সূর্য নিষ্ঠুর ময়াল
তবু আমি তোমাকেই চাই।