কোরাস গান গাও । মালেক জোমাদ্দার

- Advertisement -
- Advertisement -

কোরাস গান গাও।
মালেক জোমাদ্দার

উন্নয়নের মহাসড়ক দেখতে যদি চাও
ডানে বামে কেন তুমি বারে বারে চাও?
সোনা রাখলে তামা হবে
নিখাত হবে খাত
দিনের বেলা থাকবে বসে
দেখবে চোখে রাত ।

ভল্টে রাখবে অর্থ-কড়ি
উড়াল দেবে তারে
এইটা নাকি ডিজিটাল যুগ
ঘটবে বারে বারে
লাখ টাকার মামলা হবে খাটবে তুমি জেল
হাজার কোটির লুটেরারা পেয়েই যাবে বেল।

আইনের চোখে সবাই সমান কেন কথা কই?
পাগল মন উলটা মারে ভাই কেমনে বসে রই।

- Advertisement -

আরো পড়ুুর