কৌশল
ময়েজ মোহাম্মদ
দ্রোহের পাহাড় চুয়ে নামে অভিমান
সাগরের মহীঢালে গোপন বিষাদ
বনানী আঁধারে রাখা দলিল প্রমান
বুকের গহিনে পোষা নিরাশা প্রমাদ।
সময়ের ব্যবধানে সুযোগ কৌশল
দিন গোণে অহর্নিশ প্রয়োগ বিধান
যদি আসে সোনা দিন মুছে অশ্রুজল
শ্যামলিমা ভরে দেবে বিরহ বিরাণ।
কুজন দুচোখে আঁটা বায়োনোকুলার
কাছের সুজনে চায় লালসার স্বাদ
জীবনের চারিপাশে পাতা কতো ফাঁদ
বুকে থাক মহাত্রাণ বিধাতা অপার।
কৌশলীর কর্মযজ্ঞ হিসাবের ছাতা
চাতুরী বর্জনে আনে সফলতা পাতা।