ক্ষত । ক্যামেলিয়া আহমেদ

ক্ষত 
ক্যামেলিয়া আহমেদ

 

একটি মায়াময়ী ক্ষত তৈরী হয়েছে আবৃত স্থানে
তাকে সংগোপনে লালন করছি নিয়ত
কি দুপুর, কি বিকেল কিংবা রাত্রি
সযত্নে  ধুয়ে মুছে মেখে রাখি সুরভি।

শুনেছি ক্ষত পঁচে পঁচে দুর্গন্ধ আসে, অথচ
এটি তেমন ক্ষত নয়
এর সুরভিতে আমি আন্দোলিত হই,
হৃদয়ে স্বপ্ন জাগে
তার গোপন ব্যথার অশ্রুজলে
প্লাবিত হয় সাহারার বুক!

আমি চাইনা, এ ক্ষত মুছে যাক
যে সুগন্ধ ছড়িয়ে পড়ে অন্তর্লোকে
জীবনকে করে শোভাময়
সে ক্ষত পদ্মপুঞ্জ হয়ে উঠুক,
আরো গভীরে।

এ পথচলা পথ, আরো দীর্ঘ হোক
প্রত্যাশার দীপ হাতে অনন্তের দিকে
বিরহ বেলায় বলে যাবো
একদিন আমিও  ভালোবেসেছিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here