ক্ষুদিরাম । অর্ণব আশিক

- Advertisement -
- Advertisement -

ক্ষুদিরাম
অর্ণব আশিক

সব অনাচার বঞ্চনার দরজা উন্মুক্ত ছিল
নৈরাজ্যের পাগুলো শস্যখেত দলিত করেছে
অখন্ড ভারতের
স্বাধীনতার স্বপ্ন বুকে নিয়ে তুমি ঝাঁপ দিলে
বিপ্লবের মহা মন্ত্রে।

ক্ষুদিরাম তুমি সংগ্রামের লিপি
কৃষ্ণ আঁধারে সূর্যোদয়
বিপ্লব শিক্ষায় আলোর পাদটীকা।

রাষ্ট্র বক্ষে ঘুটঘুটে আন্ধার
ক্ষুদিরাম তুমি
কৃষ্ণ গগনে আলোর পরশ
বিপ্লবের মহান সাধক।

ঘড়ির দোলকে সময় প্রহর
বৃটিশ বিরোধী আন্দোলনে তুমি শুভ্র আলোড়ন
সমাজ গহীনে নতুন ডাক
বিপ্লবের মহান প্রতীক।

সবাইকে অবাক করে আঘাত হানলে
বৃটিশ মননে, নিশানা ঠিক ছিল
মানুষটি ভুল ছিল মৃত্যুর
একটি কিশোর ব্যাঘ্র আত্মহুতির দহনে রিক্ত হলো।
বিপ্লবীর মৃত্যু অবিনশ্বর।

- Advertisement -

আরো পড়ুুর