খরচোখে তাকিয়ে আছি
শাওন আসগর
বেশ কদিন ধরেই এ কাজটি করছি
খরচোখে তাকিয়ে থাকি বাইরে জানালার ওপাশে
আমার উৎসুক দু‘চোখ অপেক্ষায় থাকে তার ফেরার
তার জন্যে অপেক্ষায় থাকি
আমার চোখে উত্তাপ
বুকের ভেতরটা হাহাকার করে ওঠে
শরীরের হাড় পাঁজর ভেঙ্গে কীসব কষ বের হতে চায়।
আমি দিন আর রাতের অন্তিম প্রহরে
এই উত্তাপের পর্দা আলগা করে বাইরে তাকাই
দেখি জানালার ওপাশে পড়লো কী গড়িয়ে
ফোঁটা ফোঁটা কাঙ্খিত অশ্রু কিছু
চোখের বিস্তীর্ণ এলাকায় যে জ্বলজ্বলে আলো দেখি
সেসবে বেশ হাপিয়ে ওঠেছি
আমার হাহাকার আর তৃষ্ণা বাড়তে বাড়তে
আগুনের লেলিহানের মতো ছিঁটকে পড়ছে
লম্বা লতার মতো গড়িয়ে পড়ছে জানালার বাইরে পথের মোড়ে
আর ভাবনাগুলো থেকে একপ্রকার আগুনের তাপ
উনুনের কাঠখন্ডের মতোই জ্বলছে-উড়ছে ছাই ভষ্ম।
বেশ কদিন ধরেই আমি এ কাজটি করছি
খরচোখে তাকিয়ে থাকি বাইরে জানালার ওপাশে
আমার উৎসুক দুচোখ অপেক্ষায় থাকে তার ফেরার
খুব আশায় বুক বেঁধেছি, ভাবছি এই সত্য হয়ে যেতে পারে
আজই হয়তো আসতে পারে অঝোর ধারায় বৃষ্টি
হতে পারে গর্জন শিলাপতন জীবনের কুরুক্ষেত্র
যদি তাতে মিটে যায় ভেতরের উত্তাপ চাওয়া পাওয়া
মিটে যাক, মরে যাক উদ্ভট পতঙ্গ কিছু
ছিঁড়ে যাক গবাদি বাঁধন, বিদ্যুতের তার, উড়ুক খড়কুটো সব
আজই সকল আলো নিভে যাক
আমাদের বারান্দায় ঝরুক কিছু স্বর্গীয় বৃষ্টি আর বৃষ্টি।