খোকন যাবে স্কুলে- কনককুমার প্রামানিক

খোকন যাবে স্কুলে
কনক কুমার প্রামানিক

 

 

 

অনেক দিন পরে খোকার
পাঠশালা খুলছে,
শুষ্ক হৃদয় বর্ষায় ভিজে
দোলনাতে দুলছে

ফুটবে আলো এই ধরাতে
আঁধার কেটে যাবে,
বিদ্যালয়ের দিনগুলো সে
আবার ফিরে পাবে।

বিদ্যালয়ের ঘন্টা আবার
বাজবে ঢং ঢং,
আসবে ফিরে সুখের দিন
হারানো সব রং।

বন্ধুর সাথে মিলবে খোকা
বহু দিনের পরে,
প্রিয় স্যারের মধুর বাণী
শুনবে প্রাণ ভরে।

হৈ হুল্লোড়ে উঠবে মেতে
প্রিয় শিক্ষাঙ্গন,
দুরন্তপনায় কেটে যাবে
ওদের সারাক্ষণ।

 

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here