খোদা তুমি কই । ফাতিমা জহুরা ময়না

- Advertisement -
- Advertisement -

খোদা তুমি কই 
ফাতিমা জহুরা ময়না

 

খোদা আমায় ইয়েমেনের মাটিতে পাঠিয়ে দাও
আমিও হবো ওদের মতো কঙ্কাল
আমাকেও তুমি পুষ্টিহীনদের পড়শী বানিয়ে নাও।

আমিও ওদের মতো না খেয়ে রবো
সৌদি বাদশারা আমার রক্ত খেয়ে
আরো দীর্ঘস্থায়ী রাক্ষস অমরত্ব পাবে।

তুমিতো আমার ফরিয়াদ শোনো না
এবার শোন খোদা হয় ওদের মুক্তি দাও
না হয় আমাকে ওদের পড়শি বানাও।

আমার অশ্রুরা তোমার আরশ কাঁপায় না
তাইতো আমার দোয়ার কোন মূল্য জোটেনা
তাইতো অসহায়দের বাঁচাতে কেউ আসেনা।

- Advertisement -

আরো পড়ুুর