অদ্য ১২/১০/২০১৬ বুধবার সকাল ১১ ঘটিকার সময় অন্যধারা সাহিত্য সংসদ এর কার্যালয় ২২ ইন্দিরা রোড (৩য় তলা) তেজগাঁও, ফার্মগেট, ঢাকা-১২১৫ বসে সংগঠনটি আগামী তিন বছর পরিচালনার জন্য ৩১ সদস্য বিশিষ্ট সম্মানিত উপদেষ্টা মন্ডলী, ৩১ সদস্য বিশিষ্ট স্থায়ী কমিটি এবং ২০১ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হলো।
উপদেষ্টা মন্ডলীঃ প্রধান উপদেষ্টা-প্রফেসর এমাজউদ্দীন আহমদ, প্রধান সমন্বয়ক-কবি আল মাহমুদ, উপদেষ্ট – কবি রেজাউদ্দিন স্টালিন, কবি আসলাম সানী এবং উপদেষ্টা মন্ডলির সভাপতি-কবি সরকার মাহবুব সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।
স্থায়ী কমিটিঃ স্থায়ী কমিটির সভাপতি-কবি সৈয়দ আহমদ আলী আজিজ ও সাধারন সম্পাদক-কবি শাওন আসগর সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদিত হয়।
জাতীয় নির্বাহী কমিটিঃ চেয়ারম্যান-প্রাকৃতজ কবি শামিমরুমি টিটন, কো-চেয়ারম্যান-কবি মালেক জোমাদ্দার, নির্বাহী চেয়ারম্যান-কবি ক্যামেলিয়া আহমেদ, মহাসচিব-কবি সৈয়দ রনো, অতিরিক্ত মহাসচিব- কবি হাসিদা মুন এবং সাংবাদিক জাকারিয়া নূরীকে সাংগঠনিক সচিব করে ২০১ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ বছর এই কমিটি সততা ও নিষ্ঠার সাথে সাহিত্য, সংস্কৃতির অঙ্গনকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে, সেই প্রত্যাশা করছি।