গাজায় ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরাইল বাহিনীর হতে গুলিবিদ্ধ পাঁচজনসহ কমপক্ষে ১৪ জন আহত

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক : শত শত ফিলিস্তিনি দক্ষিণ গাজা উপত্যকায় ইসরাইলের দেওয়া অবরোধের সামনে বিক্ষোভ করেছে, ইসরায়েলকে অবরোধ শিথিল করার আহ্বান জানিয়েছে। ফিলিস্তিনি চিকিৎসকরা জানিয়েছেন, গুলিবিদ্ধ পাঁচজনসহ কমপক্ষে ১৪ জন আহত হয়েছে।

বিক্ষোভের আগে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের বাহিনীকে শক্তিশালী করে, তারা জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস এবং সীমিত লাইভ ফায়ার ব্যবহার করে।

শনিবারের সহিংসতার পুনরাবৃত্তি ছাড়াই বিক্ষোভ সমাপ্ত হয়। বিক্ষোভ সমাপ্ত হওয়ার কিছুক্ষণ পর, হামাসের কর্মকর্তারা ঘোষণা করেন যে, মিশরের সাথে সীমান্তের মূল সীমান্ত পারাপার বৃহস্পতিবার আংশিকভাবে পুনরায় চালু হচ্ছে। ফিলিস্তিনের নির্বাচনে জয়ের এক বছর পর ২০০৭ সালে হামাস গাজায় ক্ষমতা গ্রহণের পর থেকে ইসরাইল ও মিশর অবরোধ বজায় রেখেছে।

এই অবরোধ গাজার অর্থনীতিকে বিধ্বস্ত করে বেকারত্বের হারকে প্রায় ৫০ শতাংশে নিয়ে এসেছে। (আলজাজিরা)

অন্যধারা/সাগর

- Advertisement -

আরো পড়ুুর