গাধা রাজার দেশে
সফি সুমন
বাঘ সিংহের রাজ্যে কেন
গাধায় হলো রাজা
হাতী গণ্ডার মূর্খরা সব
গাধার বাধ্য প্রজা !
কুহূতানের সুরের মেলায়
শিল্পী যে দাঁড়কাকে
রাজার আদেশ মানতে হবে
দেশের যাকে তাকে !
বিরোধিতায় কয় হুনুমান
হরে কৃষ্ণ রাম রাম
আমার লেজেই লঙ্কা বিজয়
সেই আমারি নেই দাম ?
পাথর ফেলে রাস্তা বানাই
গভীর সমুদ্দুরে
ইতিহাসে অজ্ঞ গাধা
মরছি জ্বলে পুড়ে !
অজ্ঞ শুনে গাধার হুকুম-
ধর হুনুমান ধর
দেশদ্রোহী হুনুমানরে
রাজ্যছাড়া কর !
আমার রাজ্যে আমিই রাজা
কিসের ইতিহাস
হরিণ খরগোশ মাংস খাবে
সিংহ বাঘের ঘাস !