গুরমিত রাম রহিমকে যাবজ্জীবন দিল আদালত

আন্তর্জাতিক ডেস্ক : ২০০২ সালের করা মামলায় গুরমিত রাম রহিমকে যাবজ্জীবন জেলের সাজা দিল হরিয়ানার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত।  ওই মামলায় দোষী সাব্যস্ত অন্য চার অপরাধীকেও একই সাজা দেওয়া হয়। যাবজ্জীবন পাশাপাশি, আদালত গুরমিতের ৩১ লক্ষ এবং তাঁর সহ-অপরাধীদের ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে।

২০০২ সালের ১০ জুলাই গুরমিতের শিষ্য রণজিৎ সিংহের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছিল। গুরমিতের বিরুদ্ধে বাবাকে অভিযোগ আনেন রণজিতের ছেলে। সিবিআই-এর দাবি, গুরমিত তাঁর শিষ্যাদের উপর যৌন নির্যাতন চালাতেন। তাঁর সন্দেহ ছিল, এই খবর বাইরে বেরনোর পিছনে রয়েছেন রণজিৎ। তাই তাঁকে খুন করানো হয়।

উল্লেখ্য, ২০১৭ সালের অগস্ট মাসে আশ্রমের মধ্যে দুই শিষ্যাকে ধর্ষণ এবং এক সাংবাদিককে খুনের মামলায় গুরমিত রাম রহিম সিং এখন ২০ বছরের জেলের সাজা ভোগ করছেন। (আনন্দবাজার পত্রিকা)

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here