গোধুলির নিমগ্নতা
রোদেলা নীলা
লেনা দেনার এই যাদুর শহরে
বড্ড বেশি ক্লান্ত লাগে আজকাল
কেবল ছুটে চলেছি বাড়তি ভালো থাকবার পশ্রয়ে।
কর্মের ভারে ন্যুজ্ব¡ নয়,
এ যেন যন্ত্রের যাতাকলে
নিষ্পেষিত প্রত্যেকটি মুহূর্ত
তারপরও তুমি পাশে থাকলে
শরৎ বৃষ্টি ঘুর্ণিঝড় হতো বারুদ আকাশে
তুমি হাত ছুঁয়ে দিলে
ভূমিকম্প ঘটে যেত ৮ মাত্রায় ।
জানি নির্ভয়ে আঙ্গুল ভাঁজে আঙ্গুল
রাখা হবে অব্যক্ত চাওয়া
অর্থহীন সময়ের হিসাব কষে বুঝে নিতে থাকি –
এখানেও অপচয়ের মহা উৎসব।
তবু সীমান্ত তার উপেক্ষা করার প্রচেষ্টা
অব্যাহত রাখতে চাই।
এখানে ধর্মান্ধদের অযাচিত পায়তারা জেনেও
আলিংগনে রাখি আশ্চর্য ভাবনা
সাদা শাখা নয়, সিঁথির সিঁদুর নয়
বারো হাত ঘোমটায় আবদ্ধ থেকেও নয়,
নাম বর্ণহীন অসাস্প্রদায়িক সম্পর্কের জেদ ধরে
প্রণয় সূত্রে গেঁথে রেখেছি গোধুলির নিমগ্নতা।