গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তি চাইলো হেফাজত

অন্যধারা ডেস্ক : গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তির দাবি জানিয়েছেন হেফাজত নেতারা।সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তারা বলেন, আমাদের অনুরোধে সরকার অনেক আলেমকে মুক্তি দিয়েছে। এজন্য আমরা সরকারের কাছে কৃতজ্ঞ।আমরা অনুরোধ করবো যারা এখনও জেলে আছেন তাদেরকে মুক্তি দেওয়া হোক। আশাকরি সরকার আমাদের অনুরোধ রক্ষা করবে।

শুক্রবার (১ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে হেফাজতে ইসলাম ও তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ কতৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা।

এসময় হেফাজত মাহসচিব বলেন, আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আমাদের কোনো রাজনৈতিক এজেন্ডা বা উচ্চাভিলাষ নেই। আমরা কেবল অরাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করে যেতে চাই। আল্লামা শাহ আহমদ শফীর পদাঙ্ক অনুসরণ করে আমরা আমাদের ঈমানি দাবি আদায়ের জন্য কাজ করে যাব।

সাপ্তাহিক অন্যধারা // আতারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here