ঘাসফুল । আশরাফ মির্জা

ঘাসফুল
আশরাফ মির্জা

 

চেয়ারের সামনে দুপায়ের ফাঁকে
সবুজ ছোট ঘাসের গালিচায়
একগুচ্ছ লম্বা ঘাস বেশ তরতাজা,
দেড় ফুট লম্বা ডাটার মাথায়।
স্টারফিশের মত ৪/৫ টা সরু ফুলদল
বানায় যোগ অথবা গুণ চিহ্ন,
অথবা সৈকতে সমুদ্র বিলাসীদের বাহারী ছাতা
কিম্বা কোন ধনকুবেররে বাগানে ফোয়ারা।

প্রতিটা ফুলদলে রেলগাড়ীর মত করে
ইংরেজী V অক্ষর সাজানো ২০/২৫ টার থরে,
কিশোরীর স্যান্ডেল, ওড়না কিম্বা কামিজে
অথবা বেনী করে চুল বাধা লেসফিতা যেন।
পরম আদরে হাত বুলাই-
আমার পায়ে লেগে আর মৃদু বাতাসে
দুলে উঠলে লাগে টগবগে ষোড়শীর মতো,
মনে করিয়ে দেয় হারিয়ে যাওয়া তারুণ্য
যা ছিল তেজোদীপ্ত আরবীয় অশ্ব।

ইচ্ছে হচ্ছিল ফুলগুলো চুমতে
আথবা ছিড়ে নিয়ে শুকে দেখতে
যদিও জানি ওতে থাকে না ঘ্রাণ
তখনি আমার মনে হলো
ওদেরও তো আছে তরতাজা প্রাণ
ছোটবেলায় কতো না মাড়িয়ে যেতাম।

আরো মনে পড়ে-চোরকাটার প্রেম
পরনের লুঙ্গি-পাজামা প্যান্টের সাথে
আজ উল্টো আমি গেঁথে গেলাম
সুন্দর সবুজ ওই ঘাসফুলে
যার কান্ড ও পাতা সব একই রং।

আরো খেলছিলো মনে
হাঞ্চব্যাক অফ নটরডেম ফিল্মের
বাকহীন নায়কের মতো
আমিও ওই ঘাসফুল তুলে
দেই খোপায় গুজে আমার মানসীর
অতি সংগোপনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here