ঘিওরে ঈদ উপলক্ষে যুবলীগের খাদ্যদ্রব্য বিতরণ

সৈয়দ এনামুল হুদা : করোনা ( কভিড -১৯ ) ভাইরাসের প্রকোপের কারণে মানিকগঞ্জের ঘিওরে মানিকগঞ্জ -১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের দিক নির্দেশনায় অসহায় কর্মহীন গরিব দুঃখী ও দিনমজুর মানুষের মাঝে ঈদ উপলক্ষে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। জানা যায়, আজ (২৪ মে) রবিবার উপজেলার বানিয়াজুড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানের কর্মহীন অসহায় গরিব দুঃখী ও দিনমজুর ১৫০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল। খাদ্যদ্রব্য হিসেবে ১৫০ টি পরিবার পেয়েছে পোলাওয়ের চাউল, চিনি, মুরগি এবং ৩ প্রকারের সেমাই। এসময় খলিলুর রহমান বলেন, করোনা ভাইরাসের কারনে মানুষ অসহায় কর্মহীন হয়ে পড়ায় সাধারণ মানুষের জন্য ঈদ উপলক্ষে সামান্য কিছু খাবার বিতরণ করতে পেরে আনন্দ অনুভব করছি। সর্বশেষ তিনি সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহসভাপতি আঃ কুদ্দুস, ছাত্রলীগ নেতা আবির, প্রসেনজিৎ, রাজু এবং শংকরসহ অনেকেই।

 

অন্যধারা /২৪ মে ‘২০/জেডএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here