সৈয়দ এনামুল হুদাঃ মানিকগঞ্জের ঘিওরে “মুজিব বর্ষের অঙ্গীকার দেশ হবে সবুজের সমাহার” এই স্লোগানকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় ও ঘিওর উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম মিয়া জনের নির্দেশনায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। আজ (২২ জুন) সোমবার দুপুরে ঘিওর সরকারি কলেজ, ঘিওর ডিএন হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এবং উপজেলার বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন জেলা এবং উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সদস্য মোঃ সামিউল ফাহিম, উপজেলা ছাত্রলীগ নেতা রিফাত খান, ইফাত ইসলাম আলিফ। বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সময় তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় ও ঘিওর উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম মিয়া জনের নির্দেশনায় আমাদের আজকের এ বৃক্ষরোপণ কর্মসূচি। এ ধারাবাহিকতা আমাগীদিনেও অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন ।
অন্যধারা/২২ জুন’২০/এসএএইচ