মানিকগঞ্জ প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রকোপের কারণে কর্মহীন অসহায় দরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার তাগিদে এবং মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দূর্জয়ের আহ্বানে ঘিওরে Benevolence Association in Rural Environment (BARE) গ্রাম্য পরিবেশে জনকল্যাণ সংস্থা (বাড়ি) এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) উপজেলার ঘিওর ইউনিয়নের মাইলাগী গ্রামের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে ২০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী বিতরণ করেছে চিত্রশিল্পী শাওন সগীর সাগর, আব্দুর রাজ্জাক ও শাহানুর আলম। ঘিওরে ২০০ অসহায় প্রতি পরিবার পেয়েছে চাল, ডাল, আলু ও সবজি সহ ২০ কেজি খাদ্যসামগ্রি সম্বলিত একটি করে প্যাকেট।
এ বিষয়ে চিত্রশিল্পী শাওন সাগীর সাগর সাপ্তাহিক অন্যধারাকে বলেন, করোনা ভাইরাসের কারণে অনেক মানুষ অসহায় হয়ে ক্ষুধার্ত অবস্থায় দিনাতিপাত করছে এমতাবস্থায় আমাদের (বাড়ি) এনজিওর পক্ষ থেকে সামান্য কিছু সাহায্য প্রদান করতে পেরে আমরা আনন্দিত। সবশেষে তিনি সকলের নিকট অনুরোধ জানান, সামাজিক দূরত্ব বজায় রাখুন, বাসা-বাড়িতে অবস্থান করুন, নিজে নিরাপদ থাকুন এবং অপরকে নিরাপদ রাখুন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আলী ইকবাল বাহার শামীম, সমাজসেবা অফিসার আব্দুল মান্নান, বাড়ি’র সহ-সভাপতি পীযূষ দত্ত, মাইলাগী সমাজকল্যাণ যুব সংঘের ভারপ্রাপ্ত সভাপতি লিয়াকত হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, বাড়ির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূইয়া, সদস্য সুকুমার বসু, আব্দুর রাজ্জাক, মাকসুদূর রহমান মাসুম, আলমগীর হোসেন, মেহেদী হাসান শুভ, রুবেল, ওয়ার্ড সেচ্ছাসেবক মাখন, কবির, মিজান সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাপ্তাহিক অন্যধারা/২৫ এপ্রিল-২০২০/জেডএন