চলে যায় বসন্তের দিন । তাহমিনা শিল্পী

চলে যায় বসন্তের দিন 
তাহমিনা শিল্পী

 

চলে যায় বসন্তের দিন,
তবু আমমুকুলে রয়ে যায় জোসনার ঝিকিমিকি!
কিছু কিছু হলুদ পাতাদের বুকে তখনও থাকে সবুজ গান
কোনো কোনো গাছের মগডালে শোনা যায় কোকিলের কুহুতান

বৈশাখের ঝড়-বৃষ্টিমাখা রাত
দিশেহারা দোল খাবে বারান্দা বাগানে কামিনীর সুবাসে
ঠান্ডা হাওয়ায় দুলবে মেজাজ
মনে হবে যেন এখনকার মুগ্ধতাই সব।

মনে হবে সমস্ত পথ পালিয়ে গেছে
মেঘে ঢাকা তারাদের সাথে
এমন নববসন্তে আমার হয়নি যাওয়া কখনই।

তবুও মনে মনে মেতে থাকি বসন্তপঞ্চমী চাঁদের সাথে
কাটাই রূপকথাময় স্বপ্নের প্রহর আলাপে-বিলাপে
তোমরা যেন আমায় ভুল বুঝ না!
দিন-ক্ষণ-ঘণ্টা-মিনিট-সেকেন্ড মেনে
ক্যালেন্ডারের পাতার সাথে আমার পা মেলে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here