চায়ের জন্য শুরভী
চৌধুরী সাব্বির আলম
উড়ে যাওয়া উড়ন্ত সব পাখি
পড়ন্ত বিকেলে উঁকি দেয়
চোখে চোখে তোমায় রাখি
এক পেয়ালা চা মন ছুঁয়ে নেয়।
প্রতি দিনের মতো আজও আমি
বসে বসে তোমার কথাই ভাবি
তুমি আসবে চুলো জালাবে
অব শেষে তুলে দিকে হাতে।
কিন্তু না,
তুমি অভিমানের প্রখড় মুখি
ভুলতে পারলে না সে দিনের কথা
কেনো ফেলে দিয়েছি সি দিন
তোমার দেওয়া চায়ের পেয়ালা।
সুরভী,
আজও উড়ছে ডানা মেলে পাখি
সকাল থেকে সন্ধ্যায়
শুধু প্রতিক্ষায় বসে থাকি
এক পেয়লা চায়ের জন্য।