- Advertisement -
- Advertisement -
চিত্রকর্ম
আলী মুহাম্মদ লিয়াকত
মনে বড় সাধ ছিল,নাম করা আঁকিয়ে হবো,
জয়নুল,কামরুল,ভিন্চি,পিকাসো সম
যেই ভাবা সেই কাজ করি আয়োজন,
জোগাড় করিয়া ফেলি যা যা প্রয়োজন।
রং,তুলি,ইজেল আর নিলেম কাগজ,
আনাড়ি হাতেতে চলে চিত্র কারুকাজ
ছোপ ছোপ নীল রঙে সাজাই আকাশ,
তুলো পেজা মেঘে দেই ছড়িয়ে বাতাস।
আকাশেতে উড়িয়ে দেই হংস বলাকা,
গাগরি ভরণে আঁকি গেরাম বালিকা
বিশাল এঁকেছি ভেবে যেই করি ধ্যান,
হঠাৎ মধুকন্ঠে কার ফিরিল জ্ঞান।
সমুখে দাঁড়ানো এক নারী মুর্তিমান,
স্রষ্টার চিত্রকর্ম সে অতি সু- নির্মান
সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র দারুণ সবাক,
আমি হলেম স্থিরচিত্র এবং নির্বাক।
- Advertisement -