আন্তর্জাতিক ডেস্ক : উত্তর চীনের শানঝি প্রদেশে অব্যাহত ও ভারী বর্ষণের কারণে বন্যার কারণে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন এবং আরও তিনজন নিখোঁজ রয়েছেন।
মঙ্গলবার রাষ্ট্রীয় পত্রিকা গ্লোবাল টাইমস রিপোর্ট অনুযায়ী বন্যায় কমপক্ষে ১.৭৫ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৯,৫০০ ঘর ধসে যাওয়ার পর প্রায় ১২০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে শানঝির কোন এলাকা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টি পরিস্কার নয়। রাজধানী বেইজিংয়ের পশ্চিমাঞ্চলে অবস্থিত শানঝি এলাকা এবং এর আয়তন ১ লাখ ৫৬ হাজার বর্গকিলোমিটার (৬০ হাজার বর্গ মাইল)।
সিনহুয়া বার্তা সংস্থা জানিয়েছে, জরুরি বন্যার প্রতিক্রিয়া ইতিমধ্যেই কমিয়ে আনা হচ্ছে, যা ইঙ্গিত দিচ্ছে যে পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, ছোট এবং মাঝারি আকারের নদীর পানির স্তর সতর্কতা চিহ্নের নিচে নেমে যাচ্ছে। বন্যার কারণে শানঝিতে কমপক্ষে ৬০টি কয়লার খনির কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, যদিও দেশে বিদ্যুৎ সরবরাহ সংকট রয়েছে।
অন্যধারা/সাগর