চোখের বাড়ি
রেজাউদ্দিন স্টালিন
তাহার সাথে প্রথম দেখা নীল সাগরে,
কাহার সাথে তাহার দেখা দ্বিপ্রহরে?
মনের কথা মানতে গিয়ে ঢেউ হয়ে যাই,
মুঠোফোনের শব্দ ভাসে ফেরার বেলায়।
ফেরা কি আর হয় কখনো চোখের বাড়ি,
স্টেশনে থমকে থাকে রেলের গাড়ি।
গাছ গাছালির পাতায় লেখা পরিচিতি,
তাহার কি নাম হতেও পারে আফ্রোদিতি।
কিংবা কোনো মফস্বলের সুরঞ্জনা,
চিবুকে তার দীর্ঘ দূরের প্রভঞ্জনা।
তাহার সাথে কাহার ছবি নীল সাগরে,
জলমহালের প্রতিধ্বনি মন-জাগোরে।
মন কি জাগো পাবার আগে প্রেমের কড়ি,
হৃদয় ভাঙা ইট পাথরের ছড়াছড়ি?
উপেক্ষা আর চোরাবালির প্রবঞ্চনা,
চলার পথে লোক পাওয়া যায় হাতে গোনা।
কৃষ্ণ থাকে চোখের ফাঁকে ভূসংসারে,
তাহার সাথে কাহার দেখা নীল সাগরে।