চোরাবাজারে অঙ্গ বিক্রি হচ্ছে চিনের উইঘুর মুসলিম বন্দিদের

আন্তর্জাতিক ডেস্ক : চোরাবাজারে প্রায় দেড় লক্ষ ডলার এ লিভার বিক্রি হচ্ছে চিনের বন্দিশিবিরে আটক উইঘুর মুসলিমদের । ভাল মানের কিডনি অবশ্য তার কিছুটা কমেই বিক্রি হচ্ছে। অস্ট্রেলিয়ার একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন উঠে আসে এ অমানবিক তথ্য।

শিনজিয়াং প্রদেশের বাসিন্দা উইঘুর মুসলিমদের পাশাপাশি বৌদ্ধ ধর্মাবলম্বী তিব্বতি এবং ফালুন গং গোষ্ঠীর বন্দিদের থেকেও জোর করে অঙ্গ সংগ্রহ করা হচ্ছে বলে ওই প্রতিবেদনে বলা হয়। অভিযোগ উঠে, একদলীয় শাসনাধীন চিনের কমিউনিস্ট পার্টির সরকার বেআইনি ভাবে বছরে অন্তত ১০০ কোটি ডলারের  অঙ্গপ্রত্যঙ্গের ব্যবসা করে যাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা চিন সরকারদের বিরুদ্ধে উইঘুর, তিব্বতি এবং ফালুন গং বন্দিদের অঙ্গ কেটে বিক্রির অভিযোগ তুলেছিল এবং রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন বিষয়টি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন।

প্রায় ২০ লক্ষ  উইঘুর মুসলিমকে বন্দি করে রেখে যৌনাঙ্গে ইলেকট্রিক শক, মহিলাদের ধর্ষণ, নিষিদ্ধ ওষুধ প্রয়োগ-সহ বন্দিদের উপর নানা অত্যাচার অভিযোগ রয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠনের।
(আনন্দবাজার পত্রিকা)

অন্যধারা/সাগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here