ছয় চরণের স্তবক –১১৬। অংশুমান চক্রবর্তী

- Advertisement -
ছয় চরণের স্তবক –১১৬
অংশুমান চক্রবর্তী
ভিড় বাসে ঘামে ভেজা তুই এক মেয়ে
অগুন্তি লোভী চোখ তোর দিকে চেয়ে
উদরে ফুঁসছে খিদে, নাকি আরো নীচে
বাসুকি দাঁড়িয়ে আছি আমি তোর পিছে
দেবতা, ছত্র ধরো, খুব তাড়াতাড়ি
এই মেয়ে শান্তিতে পৌঁছাক বাড়ি।
অন্যধারা/১ আগস্ট’২০/এসএএইচ
- Advertisement -

আরো পড়ুুর