ছয় লাইনের স্তবক–১৪
মীর ইসরাত জাহান
এখন শুধুই করোনাকাল এখন শুধুই আড়ি
আমার বাড়ি নয়তো দূরে পাশেই অপর বাড়ি।
কেউ ভাবেনা, কেউ ডাকেনা, আপন সবাই পর
আদর, সোহাগ অতীত সবই একাই অতঃপর।
ঝড়াপাতা দিনের মতোই নীরব নিথর দিন
বাজবে আবার বিহাগ বাঁশি মধূর সুরের বীণ।
অন্যধারা/২ জুলাই-২০২০/জেডএন