ছায়াপথ
কাজী দিলরুবা রহমান
তোমাকে খুঁজতে ঠায়
দাঁড়িয়ে এ পথে
সকাল থেকে রাত অবধী
ঘুম ভাঙার শব্দে
নিদ্রা প্রহর অতিষ্ট
প্রত্যুষের জ্বলজ্বলে আকাশ
তারাহীন শূণ্যতায় হেসে একাকার
দাঁড়িয়ে এপথে তখনো আমি
প্রহর গুনি হয়তো ঘুমিয়ে পরি
কিছু শব্দ ভেসে আসে কানে
ভাবি হয়তো তুমি
চেয়ে দেখি পথচারি
পরিচিত সবাই আমরা এখন
কুশলাদি জানতে চায়
আমিও বলি
কেউ বলে এইতো একটু
আগেই চলে গেল
যখন যানতে চাই।
বুঝতে পারি নজরুলের মানুষীর
রোগে পেয়েছে বুঝি,
হয়তো গড়েছি কোন মানষ প্রতিম
সচেতন থেকেও এ কেমন অভ্যাস
নেই ছিলে না কখনো আসবেনা
তবুও দাঁড়িয়ে এপথে
গুমোট মেঘের আকাশ
রাতের অন্ধকারেও স্পষ্ট এখন
পথে আমরা সবাই তারা
তুমি ছায়াপথ অন্ধকার রহস্যময়।